Monday, January 26, 2026

Untitled

আজকে হল জুমার দিন। লাগছে ভাল ছাড়বো ঘর, মসজিদে যাবো ১২ টার পর। আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো।

মোনাজাতে ঝড়ে পড়া চোখের পানি কখনো বিফলে যায়না,

হযরত মুহাম্মদ (সঃ)

-যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে,

কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তার দোষ গোপন রাখবেন।

(মুসলিম-২৫১০)

হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই,

হোক সেটা রাজমিস্ত্রী কিংবা বাদামবিক্রি।

কাউকে বারবার ডাকলে সে রাগ হয়।

-কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।

-সবচেয়ে সুখী ব্যক্তিই সেই যাকে।

-আল্লাহ তা’য়ালা একজন পূণ্যবতী স্ত্রী দান করেছেন ।

যে ব্যাক্তি দিনে।

৭০ হাজার বার কালিমা পরবে।

-তার জন্য জান্নাত ওয়াজিব।

প্রতি মিনিটে কত

মানুষ মারা যায়,

কিন্তু শুকরিয়া যে

আল্লাহ্ আমাকে আপনাকে

সুস্থ রেখেছেন,

বলেন আলহামদুলিল্লাহ্।

পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে ।

-কিন্তু বান্দার সাথে

আল্লাহর সম্পর্ক শেষ নাই।

*তিনটি প্রেমে কোন কষ্ট নাই।

– আল্লাহর সাথে।

– রাসুল (সঃ) এর সাথে।

– মা-বাবার সাথে।

শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।

-শুক্রবার মানে গুনাহ

মাফের আর একটা সুযোগ।

চলুন সবাই খতমে ইউনুস পড়ি।

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জুয়ালিমিন।

সবচেয়ে খুশির সংবাদ হলো-

আল্লাহর,

রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি।

-আলহামদুলিল্লাহ

নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না।

কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।

এতিমকে গলা ধাক্কা দিয়োনা

কারন আমি নিজেই এতিম ছিলাম।

-হযরত মোহাম্মদ (সাঃ)

চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ।

ঠিক তেমনি।

নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ।

তওবা করতে লজ্জিত হয়ো না।

-মনে রেখো তোমার গুনাহের

চাইতে আল্লাহ্’র ক্ষমা অনেক বড়।

আল-কুরআনের হরফ গুলো।

কালো

কিন্তু ভেতরে লুকিয়ে আছে

হেদায়েতের আলো।

– বন্ধুত্ব হলো পবিত্র সম্পর্ক ।

– যেমন আল্লাহ এবং রাসূল (সাঃ)এর সম্পর্ক!

-হে আল্লাহ তুমি আমাদেরকে এমন

-কোনো মৃত্যু দিওনা যে মৃত্যুতে

– গোসল হয়না ।

-যে মৃত্যুতে জানাজা ও হয়না।

– আস্তে- আস্তে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো।

– হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা কর দেন।

-কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।

– মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতেই হবে!

– চক্ষু নিয়ন্ত্রণ ব্যতীত ,

পাপ নিয়ন্ত্রণ অসম্ভব।

– ইমাম গাজ্জালী (রহ.)

মানুষ তার গুনাহ কারণে।

রিজিক থেকে বঞ্চিত হয়।

[ইবনে হিব্বান-৮৭২]

– একদিন আমার ইনশাআল্লাহ গুলো।

– আলহামদুলিল্লাহ তে পরিণত হবে।

আমরা প্রতিদিন ৮৬৪০০

সেকেন্ড সময় শ্বাস নেই।

– এর জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।

বান্দা যতবার বলে আল্লাহুম্মাগফিরলি।

মহান আল্লাহ ততবার বলেন মাফ করে দিলাম।

পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও এতিম হয়ে জিবন কাটিয়েছেন।

– হযরত মোহাম্মদ (সঃ)

চোখের পানি তাহাজ্জুত

নামাজের মুনাজাতে ফেলো।

-দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ।

– জান্নাত লাভ করার দোয়া।

– আল্লাহুমা ইন্নী আসআলুকা রিদ্ধা কাওয়াল জান্নাত।

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)

ঘুমানোর আগে আল্লাহ’র কাছে মাপ চেয়ে নিবেন।

– হতেও তো পারে আজ আপনার শেষ রাত।

Timeline,,,,রাখার মত শ্রেষ্ঠ কথা

– সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র

– আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর

– লা – ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই।

– আল্লাহু আকবর – আল্লাহ মহান।

– Successful তো সেই দিন হবো।

– যেদিন পুলসিরাত পাড় করে জান্নাতে যাবো।

ডান চোখ হতে বাম চোখের যতটা দূরত্ব,

মৃত্যু তার চেয়ে নিকটে।

– হযরত মুহাম্মাদ সাঃ।

-কিসের GF,

-কিসের BF,

-ভালোবাসার অপর নাম হযরত মোহাম্মদ (সাঃ)

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

-অধিক সংখ্যায় পড়ুন।

কারণ এটি জান্নাতের গুপ্তধন।

– পৃথিবীর Best Sound আজান।

– পৃথিবীর Best Book আল-কোরআন।

– পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম।

শীতের অজু।

গরমের রোজা।

যৌবনের ইবাদত ।

-আল্লাহর কাছে খুব পছন্দনীয়।

I Love You – আল্লাহ কে বলো ।

I Miss You – নামাজ কে বলো।

I Believe You – কোরআন কে বলো।

I Trust You – রাসুল কে বলো।

I Like Must – ইসলাম কে বলো ।

I Hate You – শয়তান কে বলো ।

I Don’t Care – দুনিয়া কে বলো।

পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি স্থান।

-মক্কা

-মদিনা

-মাশাআল্লাহ।পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি স্থান।

-মক্কা

-মদিনা

-মাশাআল্লাহ।

– খেজুর ও দুধ দিয়ে সকালের নাস্তা করতেন।

– হযরত মুহাম্মাদ (সাঃ)

–দিন শেষে আযানের মধুর ধ্বনিতে।

—এক গ্লাস পানিই বলে দেয়।

-ইসলাম কতটা শান্তির।

-কবর কারো জন্য জান্নাতের বাগান হবে।

-আর কারো জন্য জাহান্নামের গর্ত।

আল-হাদিস

– ফজরের নামাজ পড়লে দেহে ও আত্মার শান্তি মিলে।

– আলহামদুলিল্লাহ

রাসূল (ﷺ) বলেনঃ-

জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মাজলুম; আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।

_|বুখারীঃ৬২০২|

বর্তমানে আমরা যেটাকে ক্রাশ বলি।

– রাসূল (সাঃ) সেটাকে

চোখের জিনা বলেছেন।

বর্তমানে আমরা যেটাকে ক্রাশ বলি।

– রাসূল (সাঃ) সেটাকে

চোখের জিনা বলেছেন।

নামায পড়তেই থাকুন।

হতাশ হবেন নাহ।

বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট

দূর করবেন।

আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারতো।

– আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

জান্নাতের প্রথম দরজা খুলবেন।

-হযরত মুহাম্মাদ (সাঃ)

একজন মুমিন-ই জানে।

– মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কত ভাগ্যের।

Previous article
Next article
z.rasel.g@gmail.com
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments