Monday, January 26, 2026
HomeUncategorizedচিত্র সহ নামাজ পড়ার নিয়ম ও সকল দোয়া সমূহ | Namaz...

চিত্র সহ নামাজ পড়ার নিয়ম ও সকল দোয়া সমূহ | Namaz Porar Niom and Namazer Doya Bangla

নামাযের মাসআলা 

নামজের বাহিরে এবং ভিতরে মোট ১৩ ফরজ 

নামাযের বাহিরে ৭ ফরজ ঃ

  1. শরীর পাক।
  2. কাপড় পাক।
  3. নামাযের জায়গা পাক।
  4. সতর ঢাকা।
  5. ক্বিবলামুখী হওয়া।
  6. ওয়াক্তমত নামায পড়া।
  7. নামাযের নিয়ত করা।

নামাযের ভিতরে ৬ ফরজঃ

  1. তাকবীরে তাহরীমা বলা
  2. দাঁড়িয়ে নামায পড়া।
  3. ক্বিরাআত পড়া।
  4. রুকু’ করা।
  5. দুই সিজদা করা।
  6. আখিরী বৈঠক।

নামাযের ওয়াজিব ১৪ টিঃ

  1. সূরা ফাতিহাহ্ পড়া। ফরয নামাযের প্রম দুই রাকাতে এবং ওয়াজিব ও সুন্নত নামাযের সকল রাকতে সূরা ফাতিহাহ্ পাঠ করা। 
  2. সূরা ফাতিহাহ্র সাথে সূরা মিলানো।
  3. রুকু সিজ্দায় দেরি করা।
  4. রুকু হতে সোজা হয়ে খাড়া হওয়া।
  5. দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা।
  6. প্রম বৈঠকে অর্থাৎ তিন অথবা চার রাকাত নামাযের দু’রাকাত পড়ার পর তাশাহ্হুদ পাঠ করতে যে সময় লাগবে সে সময় পর্যন্ত বসা।
  7. উভয় বৈঠকে তাশাহ্হুদ পাঠ করা।।
  8. ইমামের জন্য ক্বিরাআত আস্তে এবং জোরে পড়া।
  9. বিতরের নামাযে দু‘আয়ে কুনূত পড়া।
  10. দুই ঈদের নামাযে ছয় ছয় তাকবীর বলা।
  11. ফরয নামাযের ১ম দুই রাকাতকে সূরা ফাতিহাহ্র সাথে সূরা মিলানো।
  12.  প্রত্যেক রাকাতের ফরযগুলির ধারাবাহিকতা ঠিক রাখা।
  13. প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির ধারাবাহিকতা অর্থাৎ যে নামাযে কিরআত আস্তে পড়ার বিধান আছে, সেখানে আস্তে পড়া এবং যেখানে জোরে পড়ার বিধান আছে, সেখানে জোরে পড়া।
  14.  ‘‘আস্সালামু আলাইকুম’’ বলে নামায শেষ করা।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments