Monday, January 26, 2026
HomeUncategorizedকোরআন শরীফ সহজ চিহ্ন ও বাংলা অর্থসহ আল কুরআন মাজিদ । Kariana...

কোরআন শরীফ সহজ চিহ্ন ও বাংলা অর্থসহ আল কুরআন মাজিদ । Kariana Al Quran Bangla Ortho Soho

কোরআনের প্রথম ওহীঃ 

‘পড়ো তোমার প্রভুর নামে যিনি সব কিছু সৃষ্টি করেছেন।’(সূরা আলাক ১-৫)
কোরআনের সর্বশেষ ওহীঃ

‘সে দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে ।’(সূরা আল বাকারা ২৮১)

আল হামদুলিল্লা-হ। মহান আল্ল-হপাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যার অসীম দয়ায় ক্ব-রীয়ানা পদ্ধতিতে কুরআ-ন শিক্ষা সোসাইটির অছিলায় বাংলাদেশের কুরআ-ন অজানা অগনিত মানুষ সহজে এবং স্বল্প সময়ে শুদ্ধভাবে কুরআ-ন শিক্ষার সুযোগ পাচ্ছে।
উক্ত পদ্ধতিতে সাধারন তিলাওয়াতকারীদের সুবিধার্থে তাজবীদ জেনে ও বুঝে সহিহ্ শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য সহজ, সরল তাজবীদ চিহ্নসহ ক্ব-রীয়ানা কুরআ-নুম মাজীদ প্রকাশ করা হয়েছে। মাঠ পর্যায়ে | বিশেষ করে আমাদের প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকাদের নিকট হতে যে সকল ছাত্র/ছাত্রীরা কুরআ-ন শিক্ষা করেছেন তাদের সকলেরই দাবি যে, সহজ তাজবীদ চিহ্ন ও বাংলা অর্থসহ ক্ব-রীয়ানা কুরআ-নুম মাজীদ প্রকাশ করা প্রয়োজন। তাই সকলের প্রয়োজনের প্রেক্ষিতে আমাদের জেলা পরিচালক ও সকল শিক্ষক/ শিক্ষিকাদের অনুপ্রেরণায় তাজবীদের সহজ সাংকেতিক চিহ্নের বর্ণনা ও বাংলা অর্থসহ ক্ব-রীয়ানা কুরআ-নুম | মাজীদ প্রকাশের পথ সুগম হয়।
কুরআ-ন আল্ল-হর বানী। ইহা কোন কাল্পনিক কিংবা মানব রচিত গ্রন্থ নয়। ইহার ভাব, ভাষা, অর্থ ও শব্দ | সবই মহান আল্ল-হপাকের তরফ হতে হযরত জিবরাইল (আঃ)-এর মারফতে হযরত মুহাম্মদ মুস্তফা (ছঃ) | -এর উপর অবতীর্ন হয়েছে। কাজেই এর অর্থ ও তাফসীর লেখা যে কত কঠিন তা বলা বাহুল্য। তাই বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের হক্কানী মুফাছ্‌ছিরে কিরামগণ পবিত্র কুরআ-নের যে অর্থ লিখেছেন আমরা শুধু তাদের অনুসরন করছি। আমি বিখ্যাত নাদুয়াতুল উলামা হতে আরবী সাহিত্যের উপর দীর্ঘ দিন যাবৎ বিদ্যা | অর্জন করেছি। তবুও কুরআ-নের কোন আয়াতের অর্থ নিজ থেকে করার সাহস করিনি। তবে প্রতিটি আয়াতের | সঠিক অর্থ লিপিবদ্ধ করার জন্য আমরা চেষ্টার কোন ত্রুটি রাখিনি। তবুও আমাদের গবেষণা ও প্রচেষ্টায় কোন | ত্রুটি আপনাদের চোখে ধরা পড়লে আমাদের জানালে দ্রুত সংশোধন করবো ইংশা আল্ল-হ।

কুরআনের সূরা সমূহের তালিকা

কুরআনে সর্বমোট ১১৪টি সূরা রয়েছে। কুরআনে সূরার অবস্থান ক্রম ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান এর নেতৃত্বে নিম্নরূপ নির্ধারণ করা হয়।
মহান আল্লাহপাক রাব্বুল আলামীন ফেরেশতা হযরত জীবরাঈল (আঃ) এর কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে পবিত্র হেরা গুহায় কুরআন শরীফ নাযিল করেছিলেন। এখন পর্যন্ত সারা বিশ্বে সর্বাধিক পঠিত গ্রন্থের নাম আল কোরআন।
কোরআনের প্রথম ওহী

পবিত্র আল কোরআনে মোট ১১৪টি সূরা, যা নাজিল হয়েছিল মোট ২২ বছর ৫ মাস  ধরে। নিচে কোরআনের ১১৪টি সূরার বাংলা অর্থ সহ দেয়া হলঃ-
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments