Monday, January 26, 2026
HomeQuran Shikkha Courseহারকাত,তানবিন,সূকুন ও তাশদীদ কাকে বলে ও পরিচয় ।Introduction to Harkat, Tanbin, Sukun...

হারকাত,তানবিন,সূকুন ও তাশদীদ কাকে বলে ও পরিচয় ।Introduction to Harkat, Tanbin, Sukun and Tashdeed| Quran Shikha Class 1

হারকাত-তানবীন-সূকুন-তাশদীদ কাকে বলে? ও পরিচিতি ।

আরো সহজে কুরআন  শিক্ষার জন্য ও যেকোনো বিষয়কে সহজ করে তোলার জন্য ছন্দে ছন্দে কুরআন শিক্ষার গুরুত্ব অনেক বেশি 

হারকাত-তানবীন-সূকুন-তাশদীদ

ছন্দঃ 
কুরআন মাজীদ শিখতে হলে ৫ (পাঁচ) টি বিষয় জানতে হয়।
অক্ষর পরিচয়, হারকাত, তাবীন, সুকুন ও তাশদীদ তারে কয়।

হারকাত এর পরিচয় 

ছন্দঃ
যের যবর পেশকে হারকাত বলা হয়।
হারকাতের উচ্চারণ, তাড়াতাড়ি করতে হয়
ছন্দঃ
যের থাকে অক্ষরের নিচে, যবর আর পেশ থাকে উপরে, 
যের-এ (ি-ইকার), যবর এ ( া-আকার), পেশ এ (উ কার ) পড়িবে।

তানবিন এর পরিচয় 

দুই যবর দুই যের দুই পেশ ,তানবিন,তানবীন
ছন্দঃ 
দুই যবর দুই যের দুই পেশকে, একত্রে তাবীন বলা হয়।

তানবীনের মধ্যে একটি হারকাত, অপরটিকে নুন সাকিন কয়।

সূকুন তাশদীদ পরিচয়

সূকুন তাশদীদ পরিচয় কুরআন শিক্ষা

ছন্দঃ 
দুইটি আঙ্গুল ফাকা করলেই আরবিতে সুকুন হয়ে যায়। 
তিনটি আঙ্গুল উঁচু করলেই, তাশদীদ চিহ্ন হয়ে যায়।
ছন্দঃ 
হারকাতের বাম পাশে সুকুন অথবা, তাশদীদ অক্ষর যদি পাই।
হারকাতের সাথে সূকুন, তাশদীদ, যুক্ত করে পড়তে হয়
এর পরবর্তীতে অক্ষর পরিচয় 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments