App

সূরা ফাতিহা - বাংলা অনুবাদসহ
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

সূরা আল-ফাতিহা

سُورَةُ ٱلْفَاتِحَةِ

মক্কায় অবতীর্ণ - ৭ আয়াত

সূরা ফাতিহা (উন্মোচনকারী সূরা)
আয়াত ১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।
আয়াত ২
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
আয়াত ৩
ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
আয়াত ৪
مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ
বিচার দিনের মালিক।
আয়াত ৫
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি।
আয়াত ৬
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
আমাদেরকে সরল পথ দেখাও।
আয়াত ৭
صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ
সেসব লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের উপর তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
0:00
সূরা ফাতিহা
আয়াত কপি করা হয়েছে
Back to top button