বরাবর,
ক্ব-রীয়ানা সোসাইটির শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।
বাংলাদেশের চলমান অবস্থায় কোন প্রকার নাশকতা করা বা মদদ দেওয়া
প্রভৃতি অসাধু কর্মকান্ড হতে বিরত থাকা আবশ্যক। দেশের সর্বসাধারনের শান্তি ফিরিয়ে
আনার জন্যে মহান
আল্লাহর দরবারে সাহায্য কামনা করাই মোমিনের একমাত্র কাম্য।
আদেশ
ক্রমে
সোসাইটি কতৃপক্ষ
বিসমিল্লাহির রহমানির রহিম
শিক্ষক/শিক্ষিকা নিয়োগ বিঞ্জপ্তি
ক্ব-রীয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষা
সোসাইটি
রেজি নং এস ৭৭৫২
এতদ্বারা জানানো যাইতেছে যে,
ক্ব-রীয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষা সোসাইটির আওতাধীন মাঠ পর্যায়ে কুরআন শিক্ষা
কার্যক্রম পরিচালনা করার জন্য শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতি ইংরেজি
মাসের ০১ তারিখ হতে ৩০ তারিখ পর্যন্ত শিক্ষক/শিক্ষিকা ট্রেনিং সেন্টার, ইটখোলা
বাজার, জেলা মাগুরা তে শিক্ষক/শিক্ষিকা প্রশিক্ষন দেওয়া হয়। যোগ্যতাঃ হাফেজ, আলিম,
দাওরা হাদিস, সুর ও ছন্দে পারদর্শী শিক্ষক/শিক্ষিকাদেরকে প্রাধান্য দেওয়া হয়।
আহবানে
পরিচালক মন্ডলী
ক্ব-রীয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষা সোসাইটি
রেজিঃ নং- ৭৭৫২
মাগুরা, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭১৭ ০৫৬৮১৬, ০১৭২৬ ৩২২৭২৮,
জেলাপরিচালক মেহদী হাসান বহিস্কার
ক্ব-রীয়ানা পদ্দতিতে ক্বুরআন শিক্ষা সোসাইটি, মাগুরা বাংলাদেশ,
এর আওতাধীন পরিচালিত যশোর জেলার পরিচালক ক্ব-রী হাফেজ মোঃ মেহদী হাসানকে গত
০৩/০১/২০১৫ ইং তে অত্র সোসাইটি হতে বহিস্কার করা হয়েছে। তিনি অত্র সোসাইটির জেলা
পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন দুর্নিতির সাথে জড়িত হয়েছেন, এবং সোসাইটির প্রকাশিত
কুরআন শিক্ষা চার্ট ও অন্যান্ন কারিকুলাম নকল করেছেন এবং মাঠ পর্যায়ে অত্র
সোসাইটির কার্যত্রম ক্ষতিগ্রস্হ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন, এবং সোসাইটির
প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব ক্ব-রী মুহাঃ সাদ্দাম হোসেন এম, এ ও আলহাজ্ব মুফতি
মুহাঃ আব্দুল করিম নাদভী কে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছেন। তার বিরুদ্ধে এ সকল
অভিযোগ সাক্ষি সুবুত সহ প্রমানিত হয়ার পর, সোসাইটি কর্তৃপক্ষ গত-০৩/০১/২০১৫ তে
মাগুরা কুরআন শিক্ষা সেন্টারে সোসাইটির সকল জেলা পরিচালকদের একটি জরুরী মিটিং এর
আহব্বান করেন। মিটিং এ উপস্থিত প্রতিষ্ঠাতা পরিচালক বৃন্দ ও সকল জেলা পরিচালকদের
সর্ব সম্মতি ক্রমে যশোর জেলার পরিচালক ক্ব-রী হাফেজ মোঃ মেহদী হাসান কে বহিস্কার
করাহয়, এবং তিনি সোসাইটির বড় আকারে আর্থীক ক্ষতি করার কারনে তার পাঁচ লক্ষ টাকা
জরিমানা ধার্য্যকরা হয়েছে। উল্লেখিত পাঁচ লক্ষ টাকা হতে নগত দুই লক্ষ টাকা আদায়
করা হয়েছে এবং তিন লক্ষ টাকা পর বর্তিতে পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা
হয়েছে।
অধ্য হতে সোসাইটির জেলা পরিচালক ও শিক্ষক/শিক্ষিকা গণ তার সাথে
কোন প্রকার লেনদেন অথবা যে কোন ধরনের যোগাযোগ হতে সম্র্পুন রুপে বিরত থাকবেন।
আহবানে,
কর্তৃপক্ষ
ক্ব-রীয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষা সোসাইটি
রেজিঃ নং- s-৭৭৫২
বিসমিল্লাহির রহমানির রাহিম
সমস্ত প্রশংসা আল্লহর জন্য, যিনি জগৎসূমহের প্রতিপালক। দূরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মাদ (ছ:)এর উপর ও তাঁ-র সাহাবাহ এবং আহলে বায়েতের উপর। ক্বুরআ-ন আল্লহর বণী, এটি কোন মানুষের রচিত পুস্তক নয়। এটি প্রকৃত সত্য। এর ভাব ও ভাষা , অর্থ ও শব্দ সবই আল্লহর তরফ হতে হযরত জিবরাইল (আ:) মারফত হযরত মুহাম্মাদ (ছ:) এর উপর অবতীর্ণ হয়েছে। বিশুদ্ধভাবে ক্বুরআ-ন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ এবং নামাযে ভুল করে তিলাওয়াত করলে নামায বাতিল হয়ে যায়। সারাদেশের সর্বস্তরের মুসলমানদের বিশুদ্ধভাবে ক্বুরআ-ন শিক্ষা ও নামায শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমরা মে-২০০৮ইং তে ক্ব-রীয়ানা পদ্ধতিতে ক্বরআ-ন শিক্ষা সোসাইটি প্রতিষ্ঠিত করি।
মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু যদি আল্লহ ও রসুলের আনুগত্য না করে নিজের ইচ্ছা-স্বাধীন জীবন যাপন করে তখন এই মানুষই আবার হয়ে যায় চতুষ্পদ জন্তু-জানোয়ারের চেয়েও নিকৃষ্ট । তাই যারা ক্বুর-আন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন তারা যেন আল্লহ ও রসুল (ছ:) এর অনুগত হয়ে যান এবং তাদের প্রচেষ্টায় হাজারো মানুষ ক্বুরআ-ন শিক্ষা করে দ্বীনদার-পরহেজগার হয়ে যান এবং নিয়মবহির্ভূত জীবন যাপন করে নিজের সর্বনাশ কেউ যেন নিজেই না করেন। আল্লহ সকলকে কবুল করূন। আমিন।
বিনীত,
পরিচালক মহাদ্বয়।

