Monday, January 26, 2026
HomeQuran Shikkha CourseLearn Tajveed/Tajweed Shikkha | তাজবীদ শিক্ষা | তাজবীদ কাকে বলে। তাজবীদ কয়টি...

Learn Tajveed/Tajweed Shikkha | তাজবীদ শিক্ষা | তাজবীদ কাকে বলে। তাজবীদ কয়টি ও কি কি | Quran Shikha Class 5

সহজ পদ্ধতিতে তাজবীদ শিক্ষা

Learn Tajveed Shikkha | তাজবীদ শিক্ষা | তাজবীদ কাকে বলে। তাজবীদ কয়টি ও কি কি | Quran Shikha Class 5

তাজবীদ কাকে বলে 

ছন্দ : “তাজবীদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তিলাওয়াতে দরকার হয়। তাজবীদ ছাড়া তিলাওয়াত করলে, নামাজ বাতিল হয়ে যায়”।

তাজবীদ কয়টি ও কি কি

তাজবীদ ৩০ টি 

তাজবীদ শিক্ষা pdf download 

১ নং তাজবীদ

১ নং তাজবিদ, ১ নং তাজবীদ  । 1 Number Tajveed/Tajweed Shikkha

ওয়াজিব গুন্না (অর্থ নাকের মধ্যে শুনগুন করা আবশ্যক)
ছন্দ: হারকাতের বাম পাশে নুন অথবা মীম অক্ষরে তাশদীদ চিহ্ন যদি পাই, 
তাশদীদ থাকলেই নূন মীমকে গুন্না করা ওয়াজিব হয়। 

মুখস্তঃ মিলবে নূনের সাথে হন। নুনের উপর তাশদীদ এই নূনে গুন্না করা ওয়াজিব। (বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে)

২ নং তাজবিদ

ইস্তিলা অর্থ (সব সময়) মোটা করে পড়া। ইস্তিলার ৭ অক্ষরঃ
ছন্দ: ক্ব-ফ, গঈন, আর, ছু-দ, দ্ব-দ, ত্ব-, জ়-, উচ্চারণে মোটা হবে এই সব অক্ষর ইস্তিলা। (বিঃদ্রঃ আলিফ, লাম, র, এই তিনটি অক্ষর শর্ত সাপেক্ষে মোটা করে পড়তে হয়।)

মুখস্তঃ ক্ব-ফ যবর ক্ব, ক্ব—ফ অক্ষর মোটা করে পড়তে হয় । (শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে যবরে আকার পড়া যাবে না)

৩নং তাজবীদ

৩ নং তাজবিদ, ৩ নং তাজবীদ  । 3 Number Tajveed/Tajweed Shikkha




ছন্দ: ছফীরের তিন অক্ষর  ছ-দ , সীন , যা-  ছ-দ  সীন; যা-।

মুখস্তঃ  ছ্ব-দ যবর ছ্ব, ছ্ব-দ অক্ষর শিস দিয়ে পড়তে হয়ে। (পাতা আছে যেখানে শিস দিয়ে পড়তে হবে সেখানে)

৪নং তাজবীদ

৪নং তাজবীদ

ক্বলক্বলার ৫ অক্ষর।

 ছন্দ: ক্ব-ফ, ত্ব, বা, জীম, আর যদি > দা-ল হয়, এই ৫ অক্ষরে সুকূন থাকলে ক্বলক্বলাহ্ করতে হয় ।

মাশ্‌কঃ আ মিলবে ক্ব—ফ এর সাথে আক্ব ক্ব—ফ অক্ষরে সুকূন থাকলে ক্বলক্বলাহ্ করতে হয় । (মিনার আছে যেখানে ক্বলক্বলাহ্ করতে হবে সেখানে)

৫নং তাজবীদ

৫নং তাজবীদ

মাদ্দের অক্ষর তিনটি 

যথাঃ আলিফ, ওয়াও, ইয়া ।

মাদ্দের হারকাত তিনটি যথাঃ । খাড়া যবর, খাড়া যের, – উল্টা পেশ।

মাশ্‌কঃ 
✸ যেরের বামে ইয়া সাকিন অথবা যের খাড়া হয়।
✸ পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ উল্টা হয়।
✸ যবরের বামে আলিফ অথবা যবর যদি খাড়া হয় ।
এ ছয়টি মাদ্দকে মাদ্দে আছুলি বলা হয়। মাদ্দে আছুলি সব সময় ১ আলিফ টানতে হয়। (১ লেখা যেখানে ১ আলিফ টানতে হবে সেখানে)

৬ নং তাজবীদ 

মাদ্দে ইওয়াদ্ব (অর্থ বদল করা)

মাশ্‌কঃদুই যবরে দম ফেলিলে (মনে মনে এক যবর বাদ দিয়ে) এক আলিফ টানতে হয়। মাদ্দে ইওয়াদ্ব তাকে কয়। (যে একের নিচের মাথা মোড়ানো থাকে না দম ফেলিলে ১ আলিফ পড়ে গেলে মাদ্দ টানা যাবে না) (মনে রাখতে হবে গোল তা-এ দুই যবর থাকা সত্তেও দম ফেলিলে ১ আলিফ টানা যাবে না)

৭ নং তাজবীদ

৭ নং তাজবীদ
গোল চিহ্ন ওয়াক্বফি তা – ম  এইখানে দম ফেলাতে হবে ।

৮ নং তাজবীদ

যবরের বামে খালি ইয়াতে দম ফেলার নিয়ম
মাশ্‌কঃ যবরের বামে খালি ইয়া- যদি পাই , দম ফেলিলে ১ আলিফ টানতে হয় । 

যে একের নিচের মাথা মোড়ানো থাকে না , দম ফেলিলে এক আলিফ পড়ে গেলে মাদ্দ টানা যাবে না । 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments