Monday, January 26, 2026

Untitled

বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ
করতেই বাধ্য করে না।

ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান।

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।

যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই।

যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর।

জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার
সম্ভাবনা বেশি।

সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে
উপদেশ দেয়া।

একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে।

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা
তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।

কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।

সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়।

অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময়
অসহায়তার শিকার হবে ।

সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে।

সুন্দর একটা মানুষ না খুঁজে, সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালবাসার সফলতা
আসবে।

সুন্দর একটা মানুষ না খুঁজে, সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালবাসার সফলতা
আসবে।

কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে
রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।

যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়।

যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম
কথা বলা উচিত।

আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের
করেছি।

ঈদ মোবারক

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে সব আপনজনের
মায়া মাতিয়ে রাখুক তোমাকে শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি
হেসে খেলে। অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ এই কামনায় ঈদ মোবারক।

কষ্টের আড়ালে সুখের রাশি প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি। তাই প্রতিটা জীবনের
প্রতিটা সময় শুভ হোক। সবাইকে জানাই ঈদ মোবারক।

সোনালি সকাল, রোদেলা দুপুর, পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত। সব রঙ্গে
রাঙ্গিয়ে থাক আপনার সারাটি বছর, সারাটি জীবন। এই কামনায় ঈদ মোবারাক

নীল আকাশে ঈদ-এর চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত। ঈদ হল খুশির দিন, দাওয়াত রইলো
ঈদের দিন। ভালো থেকো সীমাহীন, ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন! ঈদ মুবারক

চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়, কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়, মনের গহীন থেকে
মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা. ঈদ মোবারক

বন্ধু তুমি অনেক দূরে তাই তোমার কথা মনে পরে সুন্দর এই সময় কাটুক খুশিতে সব
কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে ঈদ মোবারক

দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ সাদা রুটি মাংসের ঝোল খেতে তোমরা
করোনা ভুল । ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।

যেদিন দেখব ঈদের চাঁদ খুশি মনে কাটবে রাত। নতুন সাজে সাজব আজ আজ হলো ঈদের দিন
আনন্দে কাটবে সারাদিন। ঈদ মোবারাক

পড়েছে আজ চাঁদের নজর তাইতো পেলাম ঈদের খবর। হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ। সবাই
পেলো ঈদের বাতাস। সবাইকে ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক

আজ দু:খ ভুলার দিন, আজ মন হবে যে রঙ্গিন। আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ
হবে সিমাহীন। তার একটাই কারন, আজ যে ঈদের দিন। ঈদ মোবারাক

সারা দেশে চলছে ঈদের উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে হাজার
কষ্টের মাঝেও একটুখানি হাসি। ঈদ মোবারক।

এই এসএমএস যার কাছে যাবি, যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি, লাল গোলাপের
ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি, আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক

নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন। নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের
রাত। ঈদ মোবারক

বন্ধু তুমি অনেক দূরে তাই তোমার কথা মনে পরে সুন্দর এই সময় কাটুক খুশিতে সব
কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে ঈদ মোবারক

সপ্ন গুলো সত্যি হোক সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!

রঙ লেগেছে মনে। মধুর এই খনে। তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে। ঈদ
মোবারাক

বন্ধু তুমি অনেক দূরে তাইতো তোমায় মনে পড়ে সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব
কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে ঈদ মোবারক

তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে, দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে
খেলে, অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ, এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক

রং লেগেছে মনে মধুর এই ক্ষনে তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের দিন ঈদ মোবারক

কিছু কথা অব্যক্ত রয়ে যায় কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায় কিছু ভালবাসার
স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়, ঈদ মোবারাক !!

চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়, নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক

যে দিন দেখবো ঈদ এর চাঁদ খুশি মনে কাটাবো রাত নতুন সাজে সাজব সেদিন সেদিন হলো
ঈদের দিন আনোন্দে কাটাবো সারা দিন! ঈদ মোবারক

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে. খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি
ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । ঈদ মোবারক

অসাধারণ

প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না।

সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য

প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের বাড়ায়।

ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি।

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ
করতে হয়।

অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়েও ভালো।

নারীর প্রেমে মিলিনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা।

ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।

কাউকে তোমার সামনে অন্যের দোষ-ত্রুটি বর্ণনা করতে দেখলে তৎক্ষণাৎ তাকে বন্ধুর
তালিকা থেকে দূরে সরিয়ে দিও।

কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।

তুমি যাচ্ছ দূরে যাও আমি বাদা দেবনা তুমি যাও ভুলে যাও ভুলে যেতে বলুনা।

প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না।

ব্যর্থরা অবচেতন ভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে। সচেতনভাবে
সাফল্যের সঙ্গে একাত্ম হলে সাফল্যই আপনার দিকে আকৃষ্ট হবে।

পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে।

ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল।

একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায়, কিন্তু কাজটি করার জন্যে
একটি কারণই যথেষ্ট।

প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।

ভালবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারো জন্য স্বল্প। কিন্তু কষ্ট
দুটোতেই সমান।

প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে।

যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায়
কম কথা বলা উচিত।

ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই, একটি মুহুর্তই যথেষ্ট।

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥

সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয়। চেতনা ও আদর্শের
মিল রয়েছে এমন কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে।

ভুল যেমনি মানুষকে সিখায়। তেমনি ভলোবাসা মানুষকে কাদায়।।

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।

মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে
ফেলে।

তোমাকে হারাইনি হারিয়েছি নিজেকে। কাউকে বোঝাইনি বুঝিয়েছি এই নিজেকে।

যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য।

ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে॥

একা

দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলো। -বলি কি মৃত্যুর
পর জাহান্নামের এতো কষ্ট কি ভাবে সহ্য করবে!

শূন্যতায় ভরা এ জগৎ সংসার, সুখ-দুঃখ ভরা সব অতৃপ্তআত্না; সুখ অনুভবে, তবু
সুখ বলে কিছু নেই- দুঃখ সে তো শাশ্বত শূন্যের হাহাকার!

কিছু সময়ের একাকীত্ব ভাল কিন্তু সারা জীবনের জন্য নয়

সেই জিনিসটি মানুষকে স্বতন্ত্র করে যেটি অবধারিতভাবে তাকে একাকীত্বে নিমজ্জিত
করেছিল।

রাতে কাঁদি দিনে হাসি তবুও বেদনাগুলোকে ভালোবাসি।

সব চেয়ে বড়ো দুঃখ হলো আমি যদি কখনো হারিয়ে যায়, কেউ আমাকে খুঁজবেনা।

খারাপ সঙ্গী হওয়ার চেয়ে একা থাকা আরও অনেক ভাল

আমি একা থাকা অপছন্দ করি না কারণ আমি ভিড়ের মধ্যে অন্যতম একজন হতে চাইনা।

কারো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার সব থেকে খারাপ দিক টি কেবলমাত্র কষ্ট নয় ; তা
হল একাকীত্ব। কারণ একাকীত্ব কারো সাথে ভাগ করে নেওয়া যায় না

প্রিয়জনের বিদায় মানুষের মনকে দেয় সর্বাধিক একাকীত্ব ।

কখনো কখনো একা থাকা ভালো, একা থাকলে কেউ দুঃখ দিতে পারবেনা।

আধাঁরের পরে আলো আসে কান্নার পরে হাসি, দুঃখের পরে সুখ আসে। এইতো জীবন তরী।

নীরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না।

সবথেকে কঠিনতম একাকীত্ব হল নিজেকে নিজের ভালো না লাগা

মানুষের কষ্ট দিন ও রাত- সবসময়ই থাকে। দিনের কষ্টের সাথে রাতের কষ্ট মিলেনা।
তাই মানুষ দিনের কষ্ট রাতে কিংবা রাতের কষ্ট দিনে উপলব্ধি করতে পারেনা।

একাকিত্ব মানে এটা নয় যে

অবসর সময়ে নিজের সঙ্গকে উপভোগ করার জন্য একাকীত্ব অপরিহার্য।

একাকীত্ব জীবনের সৌন্দর্যকে বাড়াতে সাহায্য করে

যে ঈশ্বরের অস্তিত্ব প্রতিনিয়ত অনুভব করতে পারে সে জীবনে কখনো একাকিত্ব বোধ
করে না ।

দূরত্ব সম্পর্কের ছেদ ঘটায় না বরং নীরবতাই তা করে

একাকীত্বের মধ্যে সবচেয়ে খারাপ বিষয়টি হল এটি নিজের মুখের মুখোমুখি হয়।

যে মানুষ চোখের জলের দাম বোঝেনা তার জন্য চোখের জল না ফেলায় ভালো।

একাকীত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না। এটি তখনই তৈরি হয় যখন নিজের
অন্তঃসত্ত্বা বলে যে ,”তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই”।

তখন পর্যন্ত একজন মানুষ নিজেকে আবিষ্কার করতে পারেনা যতক্ষণ সে একদম একা হয়ে
যায়। আর যদি সে একাকিত্ব পছন্দই না করে তবে সে কখনো আবিষ্কার করতে পারবেনা।

একা থাকার মাঝে আমি অস্বাভাবিক কিছুই দেখতে পাইনা। জীবনে এটি সাধারণ একটা
বিষয়ই মাত্র।

পরিস্থিতির স্বীকার হতে হয় কষ্ট পেতে হয় বাস্তবতা মনে করে মেনে নিতে হয়
চোখের দুফোটা জ্বল মুছে সামনে এগিয়ে যেতে হয় এইটাই জীবন।

মাঝেমধ্যে তোমার একা হওয়া দরকার, নিঃসঙ্গ হতে নয় বরং নিজের সময়টা নিজের মত
নিজেকে দিয়ে খুশি করার জন্য।

কখনো কখনো রুটিন মাফিক জীবনের ব্যস্ততার থেকে রেহাই পাবার জন্য একা থাকার
প্রয়োজনীয়তা পড়ে ।

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে সবচেয়ে একা বাঁচতে পারে।

মনকে সর্বদা শক্তিশালী করে রাখা যায় না , মাঝে মাঝে নিভৃতে একাকী থাকারও
প্রয়োজন ;নিজের কান্না গুলির বহিঃপ্রকাশের জন্য।

এটিটিউড

জীবন সম্পর্কে আমি যাকিছু শিখেছি তা এক কথায় হলো, না থেমে এগিয়ে চলা।

আমি আকাশ হতে চাই, কারণ ওখানে কোনো সীমানা নেই।

Perfect না হতে পারি তবে সস্তা নই।

আমি স্বার্থপর নই! শুধু তাদের থেকে দুরে সরে যাই, যাদের কাছে আমার কোনো মূল্য
নেই!

আজকাল আমরা সবাই নিজের ego satisfy করতে ব্যস্ত।

আমার পিছনে তারই কথা বলে! যারা আমার সামনে কথা বলার সাহস পায়না।

কে জানে আমি যা চাইছি সেটিও হয়তো আমার সন্ধান করছে।

Dear Ex আজও তোর কথা মনে পড়লে ভাবি আমার Choice এতটা খারাপ ছিল।

যখন ভীষণ একা হয়ে পড়ি তখন আমিই হলাম আমার নিজের সেরা বন্ধু।

এমনিতে আমার মনটা অনেক বড় কিন্তু কিছু লোকের যোগ্যতা নেই আমার মনে জায়গা
পাবার।

আমি কেবল একটি অনুভব যা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না।

জীবনে সব কিছুকে আঁকড়ে ধরতে নেই।

যে আমাকে বুঝবে একদিন ঠিক খুঁজবে ।

আমার আনন্দের কারণ কেবল আমি, আমার চেয়ে আমাকে কেউ বেশি আনন্দ দিতে পারেনা।

সময় আসতে দে উত্তরও দেবো হিসাব ও মিটিয়ে দেবো।

আমি অনেক ভদ্র আর শান্তশিষ্ট, শুধুমাত্র সাক্ষীর অভাবে প্রমান করতে পারছি না।

তুমি ভালোবাসা কিনতে পারবে না, কিন্তু এটার জন্য তোমাকে অনেক মূল্য চোকাতে
হবে।

আমার কাজে আমার শত্রুরা আমাকে বেশি প্রেরণা যোগায়।

মেয়েদের পিছনে না ঘুরে কাজের পিছনে ঘুরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের বাবাও
তোমার পিছনে ঘুরবে।

যদি আমাকে কারো ভালো না লাগে I don’t care সবার পছন্দ তো ভালো হয় না।

জীবনে খারাপ অধ্যায় মানে এই নয় যে, জীবনের গল্প শেষ।

মাঝে মাঝেই ভাবি যে ভালো হয়ে যাবো তারপরেই মনে হয় আমি খারাপ ছিলাম কবে?

যে আমাকে গুরুত্ব দেয়, তাকেই আমি গুরুত্ব দিই যে আমাকে গুরুত্ব দেয়না, তার
দিকে ফিরেও তাকাইনা হ্যাঁ এটাই আমি!

আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই!

মাঝে মাঝে নিজের উপর হিংসা হয় একটা মানুষ এত Cute কিভাবে হয়।

আমি খারাপ সেটা আমি জানি কিন্তু তুমি যে ভালো তার সার্টিফিকেট কোথায়.?

আমার অস্থির মনের শান্ত চেহারা দেখে আনন্দ পাবেন না প্লিস।

অনেক দিন পর আমি আমার নিজেকে ফিরে পেলাম।

মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক
ভালো।

যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা
কম আর আমার কথা বেশি ভাবে।

ব্রেকআপ

হারিয়ে ফেলা খুব সোজা, জড়িয়ে ফেলা নয়। মানুষগুলো স্মৃতিতে পোড়ে, একাকীত্বে
নয়।

প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়, যার ফলে ছেলেদের বেশী কষ্ট
পেতে হয় ।

শরীরের বিনিময়ে যদি, ভালোবাসা যেত কেনা। তবে প্রতিটা বেশ্যালয় হতো, ভালোবাসার
আসল ঠিকানা।

ভালোবাসা হলো ঠিক নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র কিন্তু
সময়ের কাছে পরাজিত এবং বাস্তবতার কাছে অবহেলিত।

সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে, কথা বলার জন্য। আর সম্পর্ক যখন
পুরোনো হয়ে যায়, তখন মানুষ অজুহাত দেখায়, এড়িয়ে যাওয়ার জন্য।

যে অন্যকে কষ্ট দিতে পারেনা, সে নিজেই বেশি কষ্ট পায়।

জীবনে এমন কিছু প্রশ্ন থাকে, যার উত্তর খুঁজে পেতে পেতেই জীবনটা ফুরিয়ে
যায়।

নিজের আঘাত গুলো কাউকে দেখাতে নেই, আজকাল সবাই লবণ নিয়ে ঘোরে।

জীবনে কারোর জন্য যতই করোনা কেন, একদিন না একদিন সে তোমায় ভুলে যাবেই।

কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখেনা। পাওয়ার আনন্দ কিছু দিনই
থাকে কিন্তু না পাওয়ার বেদনা, সারাজীবনেও ভোলে যায়না।

পাথরের নীচে চাপা ঘাস বিষাদের ফুল হয়ে ফোটে, অযত্নে ফেলে রাখা প্রেম একদিন
বিষ হয়ে ওঠে।

কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না। জীবনটা এত
তুচ্ছ না।

অবাক করা এক পৃথিবীতে বাস করি। ভালোবাসার কথা বলার মতো দুই একজন থাকলেও,
সেটাকে বোঝার মতো কেউ নেই।

সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না। তাইতো যার মন ভাঙে সেই
একমাত্র বুঝে ব্যাথা কত।

এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি বলে যদি থেকে থাকে, তার নাম হলো বেদনা।

কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ কিন্তু কারোর সাথে থেকে স্বপ্নপূরণ
করাটা অনেক কঠিন।

যে ঠকায় সে হয়তো চালাক, কিন্তু যে ঠকে সে বোকা নয়। কারণ সে বিশ্বাস করে ঠকেছে
আর বিশ্বাস এ সর্বোচ্চ সুখটাই মিলে।

আমার ভুল হয়ে গেছে প্রিয়, আমায় ক্ষমা করে দিও। আমার রুক্ষ পথের পাশে, ছায়াবন
এঁকে নিও।

শেষ মেষ কে হেরে গেলো ? তুই না সে ? আমাদের ভালোবাসা!

ব্যস্ত শহরে কত বেলা বোসই না হারিয়ে যায়। ব্যর্থ প্রেমিক গুলোই শুধু পরে
থাকে, তাকে ফিরে পাওয়ার অপেক্ষায়।

লাইফ নামক সুন্দর সফটওয়ার কে নষ্ট করতে লাভ নামক ভাইরাসটাই যথেষ্ট।

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও
অসহায় হয়ে পড়ে।

একটু যদি তোমায় পেতাম জীবন ভরে নিতাম, কাব্য দেবীর ঘর সংসার পূর্ণ করে
দিতাম, জীবন যে গো ছন্দে বাঁধা জীবন আনন্দময়, খাঁচার বাইরে ছাড়া কারোর মনের
মধ্যে নয়

বালিশের নীচে রাখা ফোন আর কেঁপে ওঠেনা, সে কি ভুলে গেছে তার কন্ঠ ছাড়া ঘুম
হতোনা।

পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহূর্ত মনে হয় সেটাই, যখন কারোর জন্য অধীর আগ্রহের
সাথে অপেক্ষা করার পর সে আসেনা।

ফিরে পেতে চাই, সেই পুরনো আমিটাকে , সেই হাসিখুশি আমিটাকে, আমার আমিটাকে।

প্রতি শহরের অলিগলি রাস্তায়, কয়েকটা পাগলা ঝিমায়..তাদের পাগল হওয়ার
পিছনেও,কোনো এক মায়াবতীর স্বার্থপরতার গল্প রয়েছে।

যে কলমের ঢাকনা হারিয়েছে, শক্ত করে আঁকড়ে ধরো তাকে, সে কখনো তোমার ছিলোনা,
আজও আপন ভাবো যাকে।

ভুল হলে শুধরে দেওয়াটা হচ্ছে ভালোবাসা, ফেলে চলে যাওয়াটা হচ্ছে বেইমানি।

একাকীত্ব জীবনে অভ্যস্ত মানুষটাকে নির্ভরশীল বানিয়ে আবার তাকে একাকীত্বে ঠেলে
দেওয়ার নামই কি ভালোবাসা?

যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার চেয়ে ভালো আরেক জনকে পেলে তোমাকে
ও ভুলে যাবে। কারণ সে ব্যাক্তিকে ভালবাসে না, সে শুধু নিজের স্বার্থকে
ভালোবাসে।

চলে গেছি আমি অনেক দূরে, কিন্তু তবুও তোমার কথাই সর্বক্ষণ আমার মনে পড়ে। মনে
পরবে নাই বা কেন? তুমি আছো যে আমার হৃদয় জুড়ে।

আমি এতোটাই দুর্ভাগা যে, আমাকে আমার মতো করে কেউই বুঝেনা।

সম্পর্কের মৃত্যু ঘটেনা, কিছু মানুষ সম্পর্ককে হত্যা করে, কিন্তু হাস্যকর
বেপার হচ্ছে, সেইসব হত্যাকারীকেই আমরা সারাজীবন ভালোবেসে যাই।

আপন ভেবে কাউকে মনের কথা বলোনা। এমন এক সময় আসবে যখন সে তোমায় তোমারই সেই
কথা দিয়ে আঘাত করবে, যেটার কষ্ট সহ্য করা তোমার পক্ষে কঠিন হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments