Monday, January 26, 2026
HomeUncategorizedচিত্র ও তাজবিদ চিহ্ন সহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বই | Namaz...

চিত্র ও তাজবিদ চিহ্ন সহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বই | Namaz Shikkha

 মহান আল্ল-হর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মুমিনদেরকে নামায উপহার দিয়েছেন। নামায মুমিনের মেরাজ, দুনিয়া ও আখেরাতের সমস্ত সফলতার মূলধন। মহান আল্ল-হ পবিত্র কুরআনে বহুবার নামায কায়েমের জন্য নির্দেশ দিয়েছেন।

হযরত মুহাম্মাদ (সঃ) বলেছেনঃ নামায বেহেস্তর চাবি। বিশুদ্ধভাবে নামায কায়েম না করলে আল্লাহর দরবারে কবুল হয় না। 

আর বিশুদ্ধভাবে নামায কায়েমের জন্য শর্ত হল কুরআন তিলাওয়াত শুদ্ধ হওয়া। ভুল তিলাওয়াত করলে নামায বাতিল হয়ে যায়। 

বর্তমান বাজারে নামায শিক্ষার যে সকল বই রয়েছে। অধিকাংশ বইয়ে আরবীর উচ্চারণ বাংলা ভাষায় দেয়া হয়েছে। ফলে সাধারণ মুছল্লিগন বাংলা উচ্চারণ দেখে নামাজের সূরা, তাসবীহ মুখস্ত করে, নামাযে ভুল তিলাওয়াত করে । 

কারণ আরবী ভাষা তথা পবিত্র কুরআন তিলাওয়াত আদৌ বাংলা উচ্চারণ দেখে শুদ্ধ করা সম্ভব নয়। 

যেমন হলকের মধ্য হতে শোঁ শোঁ করে পড়তে হয় । ৪ হলকের মধ্য হতে একটু চাপদিয়ে পড়তে হয় । 

আরবী ভাষাতে এমন ১৫ (পনের) টি অক্ষর আছে যা বাংলা বর্ণমালা দিয়ে উচ্চারণ করা কিছুতেই সম্ভব নয়। আরবী ভাষার তাজবীদ গুলি বাংলা ভাষায় কিছুতে ব্যবহার সম্ভব নয়। এই জন্য শুধু বাংলা উচ্চারণ দেখে কুরআন তিলাওয়াত করা সম্পূর্ণরূপে নাজায়েজ

দেখুনঃ সূরা মুজ্জাম্মিল আয়াত ৪, সুরতুজ জুমার আয়াত-২৮ । 

এজন্যে এই পোস্টে  আরবীর উচ্চারণ বাংলাতে দেয়া হয়নি। বর্তমানে সারাদেশে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা করার সুযোগ সুবিধা আছে। 

বিশেষ করে ক-রীয়ানা পদ্ধতির শিক্ষক/শিক্ষিকারা সারাদেশে তাজবীদসহ শুদ্ধভাবে কুরআন শিক্ষা দান করছে। 

নামাযের বিভিন্ন আরকানগুলি সাধারণ মুছল্লিদের জন্য সঠিকভাবে আদায় করার সুবিধার্থে চিত্র দেয়া হয়েছে। আশা করি পোষ্ট টি পড়ে মুছল্লিগণ সহজ ও সঠিকভাবে নামায আদায় করতে পারবে “ইংশাআল্ল-হ”। 

হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মাসআলার কিতাবসমূহ হতে এই পোস্টের  মাসআলাগুলো সংকলন করা হয়েছে। তারপরেও যদি কোন আলেম সাহেবের নিকট কোন ভুলত্রুটি ধরা পড়ে আমাদের জানালে চিরকৃতজ্ঞ থাকবো, আল্ল-হ এই বইখানা কবুল করুন, আমিন ।

এই পোষ্টের মাধ্যমে আপনি যা যা শিখতে বা জানতে পারবেন তা নিচে দেয়া হলোঃ

  1. ঈমান 
  2. অযু
  3. ধারাবাহিকভাবে অজু চিত্রসহ 
  4. তায়াম্মুম 
  5. ধারাবাহিকভাবে  তায়াম্মুম চিত্রসহ
  6. গোসল
  7. হায়িজ (মাসিক) এর সময় নামায রোজা কুরআ-ন শিক্ষা
  8. আযান
  9. ইক-মাত 
  10. আজানের জওয়াব
  11. আযান শেষে দু’আ 
  12. নামায 
  13. পুরুষ ও মহিলাদের নামাযের পার্থক্য
  14. পুরুষ ও মহিলাদের ফজরের সুনাত দুই রাকাত নামায চিত্রসহ 
  15. সুরতুল ফাতিহাহ্‌
  16. সুরতুল্‌ লাহাব্‌ 
  17. সূরতুল্‌ ইখ্লা-ছ
  18. নামাযের নিয়মসমূহ
  19. নামাযের নিয়তসমূহ 
  20. জুমআ 
  21. খুদবা সমূহঃ জুম্মার  প্রথম খুদবা
  22.  ঈদুল ফিতরের খুদবা
  23. ঈদুল আজহার খুদবা
  24. জুম্মা” ও “ঈদের ছানী খুদবা
  25. তারবিহ নামায
  26. ঈদের নামায
  27. ভ্রমণকারী (মুসাফির)-এর নামায
  28. ইস্তিখারার নামায
  29. সালাতুল হাজাত
  30. সালাতুত্‌ তাসবীহ
  31. জানাযা
  32. কাফন
  33. কাফন তৈরির নকশা
  34. জানাযার নামায
  35. জিয়ারত
  36. সুরা সমূহঃ 
  37. সূরা-সমূহ
  38. সূরাতুন্ না-স
  39. সূরাতুল ফালাক
  40. সূরাতুন্ নাছ¡র 
  41. সূরাতুল্ কা-ফিরূন
  42. সূরতুল্ কাওছার 
  43. সূরতুল্ মা-উ’ন
  44. সূরতু করই-শ
  45. সূরতুল্ ফীল
  46. সূরতুল কদর 
  47. আয়াতুল কুরসী
  48. সুরতুল্ হাসরের শেষ তিন আয়াত
  49. কুরআনে বর্ণিত বিশেষ কয়েকটি দু’আ ৮৮
চিত্র ও তাজবিদ চিহ্ন সহ  পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বই | Namaz Shikkha

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments