চিত্র সহ নামাজ পড়ার নিয়ম ও সকল দোয়া সমূহ | Namaz Porar Niom and Namazer Doya Bangla
নামাযের মাসআলা
নামজের বাহিরে এবং ভিতরে মোট ১৩ ফরজ
নামাযের বাহিরে ৭ ফরজ ঃ
- শরীর পাক।
- কাপড় পাক।
- নামাযের জায়গা পাক।
- সতর ঢাকা।
- ক্বিবলামুখী হওয়া।
- ওয়াক্তমত নামায পড়া।
- নামাযের নিয়ত করা।
নামাযের ভিতরে ৬ ফরজঃ
- তাকবীরে তাহরীমা বলা
- দাঁড়িয়ে নামায পড়া।
- ক্বিরাআত পড়া।
- রুকু’ করা।
- দুই সিজদা করা।
- আখিরী বৈঠক।
নামাযের ওয়াজিব ১৪ টিঃ
- সূরা ফাতিহাহ্ পড়া। ফরয নামাযের প্রম দুই রাকাতে এবং ওয়াজিব ও সুন্নত নামাযের সকল রাকতে সূরা ফাতিহাহ্ পাঠ করা।
- সূরা ফাতিহাহ্র সাথে সূরা মিলানো।
- রুকু সিজ্দায় দেরি করা।
- রুকু হতে সোজা হয়ে খাড়া হওয়া।
- দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা।
- প্রম বৈঠকে অর্থাৎ তিন অথবা চার রাকাত নামাযের দু’রাকাত পড়ার পর তাশাহ্হুদ পাঠ করতে যে সময় লাগবে সে সময় পর্যন্ত বসা।
- উভয় বৈঠকে তাশাহ্হুদ পাঠ করা।।
- ইমামের জন্য ক্বিরাআত আস্তে এবং জোরে পড়া।
- বিতরের নামাযে দু‘আয়ে কুনূত পড়া।
- দুই ঈদের নামাযে ছয় ছয় তাকবীর বলা।
- ফরয নামাযের ১ম দুই রাকাতকে সূরা ফাতিহাহ্র সাথে সূরা মিলানো।
- প্রত্যেক রাকাতের ফরযগুলির ধারাবাহিকতা ঠিক রাখা।
- প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির ধারাবাহিকতা অর্থাৎ যে নামাযে কিরআত আস্তে পড়ার বিধান আছে, সেখানে আস্তে পড়া এবং যেখানে জোরে পড়ার বিধান আছে, সেখানে জোরে পড়া।
- ‘‘আস্সালামু আলাইকুম’’ বলে নামায শেষ করা।
কথোপকথনে যোগ দিন