Kariana Quran Sharif । Quran Sharif Free Pdf Download And Quran Sharif Price
Facilities of kariana Quran Sharif
বাংলা কোরআন শরীফ ৩০ পারা আরবী ও বাংলা উচ্চারন-অর্থ সহ । সহজে তিলাওয়াত ও বঙ্গানুবাদ যোগ্য । কোরআন শরীফের সূরা ও সম্পূর্ণ কুরআন শরিফ PDF ডাউনলোড এবং কুরআন শরিফের দাম ।
কারিয়ানা কুরআন শরীফ (বাংলা অর্থসহ)
কারিয়ানা কুরআন শরীফ PDF (বাংলা অর্থসহ)
কারিয়ানা কুরআনের ভুমিকাঃ
মহান আলু - হ পাকের অসীম কৃপায় কারিয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষার অছিলায় বাংলাদেশের অগণিত কুরআন অজানা মানুষ সহজে ও স্বল্প সময়ে শুদ্ধভাবে কুরআন শিক্ষার সুযােগ পাচ্ছে । কারিয়ানা পদ্ধতিতে কঠিন তাজবীদকে বিশেষ কৌশলে সহজ করে ছন্দ ও সুরের মাধ্যমে দক্ষ শিক্ষক দ্বারা সহিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা প্রদান করে আসছে । এরপরও কারিয়ানা কুরআ ন না থাকার কারণে অনেক মুর্থ ও বৃদ্ধ লােকেরা শুদ্ধ তিলাওয়াতে ব্যর্থ হচ্ছেন । তাই সকলের সময়ের দাবির প্রেক্ষিতে আমার স্নেহের ছাত্র মুফতী আঃ করিম নাদভী সাহেবের সহযােগিতায় তাজবীদের সহজ সাংকেতিক চিহ্নে বর্ণনাসহ কারিয়ানা কুরআন প্রকাশের পথ সুগম হয় । রসূল ( ছ ) এর নিকট ধারাবাহিকভাবে কুরআন নাজিল হয় মৌখিকভাবে আর প্রয়ােজনের তাগিদে তা পরবর্তীতে লিপিবদ্ধ করা হয় । ঐ সময় যে কুরআ - ন আরবীতে লেখা হয় তাতে কোন নুকতা ছিল না ফলে অনারবদের জন্যে বা- , তা- , ছা , জীম , হা- , খ- , ক্ব - ফ , ফা এইসব অক্ষর পৃথক সম্ভব ছিল না । অনারবদের কুরআন তিলাওয়াতের সুবিধার্তে সাহাবীদের আমলেই নুকতার প্রচলন হয় । পরবর্তীতে ইসলামের সীমানা বহির্বিশ্বে ছড়িয়ে পড়লে কুরআনের ব্যাপক তিলাওয়াত ও গবেষণা শুরু হয় । এরই ধারাবাহিকতায় উমাইয়া খিলাফতের শাসনকর্তা আলওয়ালিদের প্রাদেশিক গভর্ণর হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে যের , যবর , পেশ , সুকুন তাশদীদ সংযােজন হয় । এমনি করে কুরআন তিলাওয়াতের সহজ পন্থা উদ্ভাবন হতে থাকে কালের বিবর্তনে গবেষণার মাধ্যমে । এসব চিন্তা ও ধ্যান ধারণা হতে আমাদের দেশের জনগণের উপযােগী শুদ্ধ তিলাওয়াতের পন্থা হিসাবে তাজবীদের সহজ ব্যাখ্যার চিহ্ন সম্বলিত কারিয়ানা কুরআন প্রকাশিত হয় । আমাদের এ গবেষণায় যদি কোন ক্রটি আপনাদের চোখে ধরা পড়ে তাহলে আমাদেরকে জানালে দ্রুত সংশােধন করব এবং সেই সাথে চীর কৃতার্থ থাকব । আল্লাহ পাকের কালামের প্রচার ও প্রসারে আমাদের শ্রমটুকু কবুল করে পরকালের কঠিন আযাব হতে মুক্তি দান করুন ( আমীন ) ।
২৮টি মন্তব্য
apnar number ta den
app