আরবি 29 টি অক্ষর পরিচয় | সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা | কারিয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষা | Learn Arabic 29 Letters |আরবি শিক্ষা | Quran Shikha Class 2
অক্ষর শিক্ষা চার্টে মাশুকের কৌশল ৫ টি জ্ঞাতব্য, শিক্ষক প্রতিদিন ক্লাসে কমপক্ষে এক ঘন্টা করে শিক্ষা প্রদান করবেন এবং শিক্ষার্থীগণ প্রতিদিন ক্লাসে নিয়মিত ভাবে শিক্ষা গ্রহন করবেন ও বাড়িতে কমপক্ষে ৩০ মিঃ নিজে পড়বেন। (বাংলা বর্ণমালা ব্যবহার করে আরবী সব অক্ষরের সঠিক উচ্চারণ করা সম্ভব হয়না। তাই উস্তাদের নিকট হতে মাশুকের মাধ্যম সঠিক উচ্চারণ শিখতে হবে).
প্রশ্নঃ আরবিতে সতর্কমূলক অক্ষর কাকে কয়?
- আরবী অক্ষর ২৯ টি
- মাখরজ ১৭ টি
- সতর্ক মূলক আক্ষর ১৫ টি
২৯ টি অক্ষর পরিচয়
১ । আলিফ(ا) এর পরিচয়
ছন্দে ছন্দে আলিফ আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ আলিফকে কখন হাম্জাহ্ বলা হয়?
উত্তরঃ আলিফ-এ যখন হারকাত আর সুকৃন তানবীন পাওয়া যায়।আলিফকে তখন হাজাহ্ বলা হয়।
প্রশ্নঃ হাজাহ্ অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ হামজাহ্ অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়।
হারকাতের বাম পাশে সুকুন অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্তকরে পড়তে হয় ।
৩ । তা (ت)এর পরিচয়
ছন্দে ছন্দে তা আরবি অক্ষর এর পরিচয়
হারকাতের বাম পাশে তাশদীদ অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্তকরে পড়তে হয়, তাশদীদ ওয়ালা অক্ষর পুনরায় পড়তে হয়।
৪ । ছা (ث)এর পরিচয়
ছন্দে ছন্দে ছা আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ ছা- অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- ছা-অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়।
৫ । জীম (ج)এর পরিচয়
ছন্দে ছন্দে জীম আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ জীম অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- জীম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় ।
৬ । হা (ح)এর পরিচয়
ছন্দে ছন্দে হা আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ লম্বা হা- কেমন করে পড়তে হয়? উত্তরঃ- লম্বা হা- হলকের মধ্য থেকে শোঁ শোঁ করে পড়তে হয়।
৭ । খ (خ)এর পরিচয়
ছন্দে ছন্দে খ আরবি অক্ষর এর পরিচয়
খ- অক্ষরে যবর থাকলে খা- পড়া যাবে না খ- পড়তে হবে।
৮ । দাল (د)এর পরিচয়
ছন্দে ছন্দে দাল আরবি অক্ষর এর পরিচয়
৯ । যাল (ذ)এর পরিচয়
ছন্দে ছন্দে যাল আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ যা-ল অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- যা–ল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় ।
১০ । র (ر)এর পরিচয়
ছন্দে ছন্দে র আরবি অক্ষর এর পরিচয়
র অক্ষরে যবর থাকলে রা পড়া যাবে না, র যবর র পড়তে হবে ।
১১ । জা (ز)এর পরিচয়
ছন্দে ছন্দে জা আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ জা- অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- জা- অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শিস দিয়ে পড়তে হয়।
১২ । সীন (س)এর পরিচয়
ছন্দে ছন্দে সীন আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ সীন অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- সীন অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শিস দিয়ে পড়তে হয়।
১৩ । শীন (ش)এর পরিচয়
ছন্দে ছন্দে শীন আরবি অক্ষর এর পরিচয়
মনে রাখতে হবে একটি দাতের উপরে তিনটি নকতা থাকলে ছা হয়ে যাবে।
১৪ । ছ্ব-দ(ছদ×) (ص)এর পরিচয়
ছন্দে ছন্দে ছ্ব-দ আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ ছু-দ অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- ছু—দ অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শিস সহ মোটা করে (যবরে আকার ছাড়া) পড়তে হয়।
১৫ । দ্ব-দ(দদ×) (ض)এর পরিচয়
ছন্দে ছন্দে দ্ব-দ আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ দ্ব-দ অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- দ্ব–দ অক্ষর মাড়ির দাঁতের গোড়া থেকে মোটা করে (যবরে আকার ছাড়া) পড়তে হয়।
১৬ । ত্ব (ط)এর পরিচয়
ছন্দে ছন্দে ত্ব আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ ত্ব- অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- ত্ব- অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে (যবরে আকার ছাড়া) পড়তে হয়।
১৭ । জ্ব (ظ)এর পরিচয়
ছন্দে ছন্দে জ্ব আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ জ্ব- অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- জ্ব- অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে (যবরে আকার ছাড়া) পড়তে হয়।
১৮ । আঈন (ع)এর পরিচয়
ছন্দে ছন্দে আঈন আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ আঈন অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- আঈন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়।
১৯ । গঈন (غ)এর পরিচয়
ছন্দে ছন্দে গঈন আরবি অক্ষর এর পরিচয়
গঈন অক্ষরে যবর থাকলে গা বলা যাবে না, যবরে আকার হবে না।
২০ । ফা (ف)এর পরিচয়
ছন্দে ছন্দে ফা আরবি অক্ষর এর পরিচয়
অথবা গোল মাথার উপরে একটি নুকতা থাকলে তার নাম ফা-, তার নাম ফা-।
২১ । ক্ব-ফ (ق)এর পরিচয়
ছন্দে ছন্দে ক্ব-ফ আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ ক্ব-ফ অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে (যবরে আকার ছাড়া) পড়তে হয়।
২২ । কা-ফ (ك)এর পরিচয়
ছন্দে ছন্দে কা-ফ আরবি অক্ষর এর পরিচয়
২৩ । লা-ম (ل)এর পরিচয়
ছন্দে ছন্দে কা-ফ আরবি অক্ষর এর পরিচয়
২৪ । মীম (م)এর পরিচয়
ছন্দে ছন্দে মীম আরবি অক্ষর এর পরিচয়
২৫ । নূন (ن)এর পরিচয়
ছন্দে ছন্দে নূন আরবি অক্ষর এর পরিচয়
২৬ । ওয়াও (و)এর পরিচয়
ছন্দে ছন্দে ওয়াও আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ ওয়াও অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাকা থেকে পড়তে হয়।
২৭ । হা (ه)এর পরিচয়
ছন্দে ছন্দে হা আরবি অক্ষর এর পরিচয়
২৮ । হাম্জাহ্ (ء)এর পরিচয়
ছন্দে ছন্দে হাম্জাহ্ আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ হাম্জাহ্ অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- হাম্জাহ্ অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়।
২৯ । ইয়া (ى)এর পরিচয়
ছন্দে ছন্দে ইয়া আরবি অক্ষর এর পরিচয়
প্রশ্নঃ ইয়া- অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- ইয়া- অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়।
অক্ষর পরিচয় ভালোভাবে আমলে আসলে পরবর্তী পাতায় অগ্রসর হন
১টি মন্তব্য