আরবি 29 টি অক্ষর পরিচয় | সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা | কারিয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষা | Learn Arabic 29 Letters |আরবি শিক্ষা | Quran Shikha Class 2

আরবি 29 টি অক্ষর পরিচয়,Learn Arabic 29 Letters,আরবি শিক্ষা ,Arbi Shikha
কুরআন মাজীদ পড়া শিখতে গিয়ে সবচেয়ে বেশি সতর্ক হতে হয় অক্ষর পরিচয়ের সময়। কেননা কুরআন তিলাওয়াতের সময় অক্ষরেই বেশি ভুল হয়। 
আরবিতে অনেক অক্ষর আছে যার মাথুজ একই জায়গায় কিন্তু উচ্চারণ আলাদা। এসব অক্ষরকে আমরা সতর্কমূলক অক্ষর হিসেবে চিহ্নিত করেছি। উক্ত অক্ষরগুলোকে  লাল কালি করে দেওয়া আছে।

অক্ষর শিক্ষা চার্টে মাশুকের কৌশল ৫ টি জ্ঞাতব্য, শিক্ষক প্রতিদিন ক্লাসে কমপক্ষে এক ঘন্টা করে শিক্ষা প্রদান করবেন এবং শিক্ষার্থীগণ প্রতিদিন ক্লাসে নিয়মিত ভাবে শিক্ষা গ্রহন করবেন ও বাড়িতে কমপক্ষে ৩০ মিঃ নিজে পড়বেন। (বাংলা বর্ণমালা ব্যবহার করে আরবী সব অক্ষরের সঠিক উচ্চারণ করা সম্ভব হয়না। তাই উস্তাদের নিকট হতে মাশুকের মাধ্যম সঠিক উচ্চারণ শিখতে হবে).

প্রশ্নঃ আরবিতে সতর্কমূলক অক্ষর কাকে কয়?

উত্তরঃ যে অক্ষর পড়তে গিয়ে ভুলবশত অন্য অক্ষর হয়ে যায়, সতর্কমূলক অক্ষর তাকে কয়।

২৯ টি অক্ষর পরিচয় 

১ । আলিফ(ا) এর পরিচয় 

আলিফ অক্ষর পরিচয়, আলিফের পরিচয়, আলিফ,alif

ছন্দে ছন্দে আলিফ আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
উপর থেকে নিচের দিকে খাড়া টান, আলিফ তার নাম, আলিফ তার নাম।
ছন্দ -২
খাড়া টানের নিচের দিকে ডানে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। 

প্রশ্নঃ আলিফকে কখন হাম্‌জাহ্ বলা হয়?
উত্তরঃ আলিফ-এ যখন হারকাত আর সুকৃন তানবীন পাওয়া যায়।আলিফকে তখন হাজাহ্ বলা হয়।

প্রশ্নঃ হাজাহ্ অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ হামজাহ্ অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়।

২ । বা (ب)এর পরিচয় 
বা অক্ষর পরিচয়, বা এর পরিচয়,বা ,ba Arabic letter

ছন্দে ছন্দে বা আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
সোজা টানের দুই মাথা উঁচু, নিচে একটি নুকতা তার নাম বা তার নাম বা-। 
ছন্দ -২
একটি দাঁতের নিচে একটি নুকতা থাকলে তার নাম বা, তার নাম বা-।

হারকাতের বাম পাশে সুকুন অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্তকরে পড়তে হয় ।

৩ । তা (ت)এর পরিচয় 
তা অক্ষর পরিচয়, তা এর পরিচয় ,তা ,ta  Arabic letter

ছন্দে ছন্দে তা আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
সোজা টানের দুই মাথা উঁচু, উপরে দুই নুকতা তার নাম তা-, তার নাম তা-।
ছন্দ -২
একটি দাঁতের উপরে দুইটি নুকতা থাকলে তার নাম তা, তার নাম তা-।

হারকাতের বাম পাশে তাশদীদ অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্তকরে পড়তে হয়, তাশদীদ ওয়ালা অক্ষর পুনরায় পড়তে হয়।

৪ । ছা (ث)এর পরিচয় 

ছা অক্ষর পরিচয়, ছা এর পরিচয় ,ছা ,cha  Arabic letter


ছন্দে ছন্দে ছা আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
সোজা টানের দুই মাথা উঁচু, উপরে তিন নুকতা তার নাম ছা-, তার নাম ছা- । 
ছন্দ -২
একটি দাঁতের উপরে তিনটি নুকতা থাকলে তার নাম ছা, তার নাম ছা।

প্রশ্নঃ ছা- অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- ছা-অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়।

৫ । জীম (ج)এর পরিচয় 

জীম/জিম অক্ষর পরিচয়,  জীম/জিম এর পরিচয় ,জীম/জিম ,jim  Arabic letter

ছন্দে ছন্দে জীম আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
জোড়া ডালের মত দেখা যায়, নিচে একটি নুকতা, তার নাম জীম, তার নাম জীম।

প্রশ্নঃ জীম অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- জীম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় ।

৬ । হা (ح)এর পরিচয় 

হা অক্ষর পরিচয়, হা এর পরিচয় ,হা ,ha  Arabic letter

ছন্দে ছন্দে হা আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
জীম অক্ষরে নুকতা যদি না থাকে তার নাম হা- তার নাম হা-।

প্রশ্নঃ লম্বা হা- কেমন করে পড়তে হয়? উত্তরঃ- লম্বা হা- হলকের মধ্য থেকে শোঁ শোঁ করে পড়তে হয়।

৭ । খ (خ)এর পরিচয় 

খ অক্ষর পরিচয়,  খ এর পরিচয় ,খ ,kha  Arabic letter

ছন্দে ছন্দে খ আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
হা- অক্ষরের উপরে একটি নুকতা থাকলে তার নাম খ-, তার নাম খ-।

খ- অক্ষরে যবর থাকলে খা- পড়া যাবে না খ- পড়তে হবে।

৮ । দাল (د)এর পরিচয় 

দাল অক্ষর পরিচয়,  দাল এর পরিচয় ,দাল ,dal  Arabic letter


ছন্দে ছন্দে দাল আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
অংক সংখ্যা ১-এর মত দেখা যায়, তার নাম দা-ল, তার নাম দা-ল।

৯ । যাল (ذ)এর পরিচয় 

যাল অক্ষর পরিচয়,  যাল এর পরিচয় , যাল ,jal  Arabic letter


ছন্দে ছন্দে যাল আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
দা-ল অক্ষরের উপরে একটি নুকতা থাকলে তার নাম যা-ল, তার নাম যা-ল।

প্রশ্নঃ যা-ল অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- যা–ল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় ।

১০ । র (ر)এর পরিচয় 

র অক্ষর পরিচয়,  র এর পরিচয় , র ,ra  Arabic letter


ছন্দে ছন্দে র আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
উপর থেকে নিচের দিকে বাম পাশে বাঁকানো, তার নাম র- তার নাম র।

র অক্ষরে যবর থাকলে রা পড়া যাবে না, র যবর র পড়তে হবে ।

১১ । জা (ز)এর পরিচয় 

জা অক্ষর পরিচয়,  জা এর পরিচয় , জা ,zaa  Arabic letter


ছন্দে ছন্দে জা আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
র-অক্ষরের উপরে একটি নুকতা থাকলে তার নাম জা-, তার নাম জা-।

প্রশ্নঃ জা- অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- জা- অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শিস দিয়ে পড়তে হয়।

১২ । সীন (س)এর পরিচয় 

সীন অক্ষর পরিচয়,  সীন এর পরিচয় , সীন ,sin  Arabic letter

ছন্দে ছন্দে সীন আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
তিনটি দাঁতের উপরে নুকতা যদি না থাকে, তার নাম সী-ন তার নাম সী-ন।

প্রশ্নঃ সীন অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- সীন অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শিস দিয়ে পড়তে হয়।

১৩ । শীন (ش)এর পরিচয় 

শীন অক্ষর পরিচয়,  শীন এর পরিচয় , শীন ,shin  Arabic letter


ছন্দে ছন্দে শীন আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
তিনটি দাঁতের উপরে তিনটি নুকতা থাকলে, তার নাম শী-ন, তার নাম শী-ন।

মনে রাখতে হবে একটি দাতের উপরে তিনটি নকতা থাকলে ছা হয়ে যাবে।

১৪ । ছ্ব-দ(ছদ×) (ص)এর পরিচয় 

ছ্ব-দ(ছদ×) অক্ষর পরিচয়,  ছ্ব-দ(ছদ×) এর পরিচয় , ছ্ব-দ(ছদ×) ,sod  Arabic letter

ছন্দে ছন্দে ছ্ব-দ আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
অর্ধেক গোলের ডামাথা মোড়ানো, তার নাম ছুদ, তার নাম ছু-দ।

প্রশ্নঃ ছু-দ অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- ছু—দ অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শিস সহ মোটা করে (যবরে আকার ছাড়া) পড়তে হয়।

১৫ । দ্ব-দ(দদ×) (ض)এর পরিচয় 

ছ্ব-দ(ছদ×) অক্ষর পরিচয়,  দ্ব-দ(দদ×) এর পরিচয় , দ্ব-দ(দদ×) ,dod  Arabic letter

ছন্দে ছন্দে দ্ব-দ আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
দ্ব-দ অক্ষরের উপরে একটি নুকতা থাকলে, তার নাম দ্ব-দ, তার নাম দ্ব-দ ।

প্রশ্নঃ দ্ব-দ অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- দ্ব–দ অক্ষর মাড়ির দাঁতের গোড়া থেকে মোটা করে (যবরে আকার ছাড়া) পড়তে হয়।

১৬ । ত্ব (ط)এর পরিচয় 

ত/ত্ব অক্ষর পরিচয়,  ত/ত্ব এর পরিচয় , ত/ত্ব ,to  Arabic letter

ছন্দে ছন্দে ত্ব আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
গোল চিহ্নের বাম পাশে খাড়া টান, তার নাম ত্ব, তার নাম ত্ব-।

প্রশ্নঃ ত্ব- অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- ত্ব- অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে (যবরে আকার ছাড়া) পড়তে হয়।

১৭ । জ্ব (ظ)এর পরিচয় 

জ্ব/জ অক্ষর পরিচয়,  জ্ব/জ এর পরিচয় , জ্ব/জ ,jo  Arabic letter

ছন্দে ছন্দে জ্ব আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
ত্ব- অক্ষরের উপরে একটি নুকতা থাকলে, তার নাম জ্ব, তার নাম জ্ব-।

প্রশ্নঃ জ্ব- অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- জ্ব- অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে (যবরে আকার ছাড়া) পড়তে হয়।

১৮ । আঈন (ع)এর পরিচয় 

আঈন,আইন অক্ষর পরিচয়, আঈন,আইন এর পরিচয় ,আঈন,আইন ,ain  Arabic letter

ছন্দে ছন্দে আঈন আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
অর্ধেক গোলের নিচের দিকটা বাঁকানো অথবা মাথা যদি চেপ্টা হয়, তার নাম আ'ঈন, তার নাম আ'ঈন।

প্রশ্নঃ আঈন অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- আঈন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়।

১৯ । গঈন (غ)এর পরিচয় 

গঈন/গ‌ইন অক্ষর পরিচয়, গঈন/গ‌ইন,গঈন/গ‌ইন এর পরিচয় ,গঈন/গ‌ইন,গঈন/গ‌ইন ,goin  Arabic letter

ছন্দে ছন্দে গঈন আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
আঈন অক্ষরের উপরে একটি নুকতা থাকলে, তার নাম গাঈন, তার নাম গ’ঈন।

গঈন অক্ষরে যবর থাকলে গা বলা যাবে না, যবরে আকার হবে না।

২০ । ফা (ف)এর পরিচয় 

ফা অক্ষর পরিচয়, ফা এর পরিচয় ,ফা ,fa  Arabic letter

ছন্দে ছন্দে ফা আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
অংক সংখ্যা ৩ এর মত দেখা যায় উপরে এক নুকতা, তার নাম ফা-, তার নাম ফা-।

অথবা গোল মাথার উপরে একটি নুকতা থাকলে তার নাম ফা-, তার নাম ফা-।

২১ । ক্ব-ফ (ق)এর পরিচয়

কফ অক্ষর পরিচয়, কফ এর পরিচয় ,কফ ,kof  Arabic letter


ছন্দে ছন্দে ক্ব-ফ আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
অংক সংখ্যা ৩ এর মত দেখা যায় উপরে দুই নুকতা, তার নাম ক্ব-ফ, তার নাম ক্ব-ফ। অথবা গোল মাথার উপরে দুইটি নুকতা থাকলে, তার নাম ক-ফ, তার নাম ক্বফ ।

প্রশ্নঃ ক্ব-ফ অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে (যবরে আকার ছাড়া) পড়তে হয়।

২২ । কা-ফ (ك)এর পরিচয়

কাফ অক্ষর পরিচয়, কাফ এর পরিচয় ,কাফ ,kaf  Arabic letter

ছন্দে ছন্দে কা-ফ আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
নুকতা ছাড়া বা-এর মত দেখা যায়, ডান মাথা উঁচু মাঝখানে পেচানো, তার নাম কা-ফ। তার নাম কা-ফ। 
ছন্দ -২
রাজহাঁসের গলার মত দেখা যায়, তার নাম কা-ফ, তার নাম কা-ফ।

২৩ । লা-ম (ل)এর পরিচয়

লাম অক্ষর পরিচয়, লাম এর পরিচয় ,লাম ,lam  Arabic letter


ছন্দে ছন্দে কা-ফ আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
খাড়া টানের নিচের দিকে বাম পাশে বাঁকানো, তার নাম লা-ম, তার নাম লা-ম।
ছন্দ -২
শব্দের প্রথম হলে বামে টান, মাঝে হলে দুই দিক টান, তার নাম লা-ম, তার নাম লা-ম ।

২৪ । মীম (م)এর পরিচয়

মীম অক্ষর পরিচয়, মীম এর পরিচয় ,মীম ,mim  Arabic letter


ছন্দে ছন্দে মীম আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
গোল চিহ্নের বাম পাশে বাঁকা টান, তার নাম মীম, তার নাম মীম।
ছন্দ -২
গোল মাথা নিচে যার, তার নাম মীম, তার নাম মীম।

২৫ । নূন (ن)এর পরিচয়

নূন /নুন অক্ষর পরিচয়, নূন এর পরিচয় ,নূন ,nun Arabic letter


ছন্দে ছন্দে নূন আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১ 
অর্ধেক গোলের উপরে একটি নুকতা থাকলে, তার নাম নূন, তার নাম নূন।
ছন্দ -২
একটি দাঁতের উপরে একটি নুকতা থাকলে, তার নাম নূন, তার নাম নূন।

২৬ । ওয়াও (و)এর পরিচয়

ওয়াও অক্ষর পরিচয়, ওয়াও এর পরিচয় ,ওয়াও ,oao Arabic letter


ছন্দে ছন্দে ওয়াও আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
র- অক্ষরের উপর মাথা মোড়ানো তার নাম ওয়া- ও, তার নাম ওয়া-ও। 

প্রশ্নঃ ওয়াও অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাকা থেকে পড়তে হয়।

২৭ । হা (ه)এর পরিচয়

হা অক্ষর পরিচয়, হা এর পরিচয় ,হা ,ha Arabic letter


ছন্দে ছন্দে হা আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১ 
অংক সংখ্যা ৪ এর উপর মাথা মুছলে হা হয়ে যায়, হা হয়ে যায় ।
ছন্দ -২
শব্দের প্রথম হলে পাতা, মাঝে হলে পেচানো শেষেও অর্ধেক পাতা, তার নাম হা, তার নাম হা।

২৮ । হাম্‌জাহ্ (ء)এর পরিচয়

হামজাহ অক্ষর পরিচয়, হামজাহ এর পরিচয় ,হামজাহ ,hamjah Arabic letter


ছন্দে ছন্দে হাম্‌জাহ্ আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
অর্ধেক গোলের নিচে একটা ছোট্ট টান হাম্‌জাহ্ তার নাম, হাম্‌জাহ্ তার নাম।
অক্ষর পরিচয় ভালোভাবে আমলে আসলে পরবর্তী ধাপে অগ্রসর হন ।

প্রশ্নঃ হাম্‌জাহ্ অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- হাম্‌জাহ্ অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়।

২৯ । ইয়া (ى)এর পরিচয়

ইয়া অক্ষর পরিচয়, ইয়া এর পরিচয় ,ইয়া ,ya Arabic letter


ছন্দে ছন্দে ইয়া আরবি অক্ষর এর পরিচয় 

ছন্দ -১
অংক সংখ্যা ৬ এর মত দেখা যায় (বাংলায় মাত্রা ছাড়া ড) তার নাম ইয়া- তার নাম ইয়া ।
ছন্দ -২
একটি দাঁতের নিচে দুইটি নুকতা থাকলে, তাঁর নাম ইয়া-, তার নাম ইয়া-।

প্রশ্নঃ ইয়া- অক্ষর কেমন করে পড়তে হয়?
উত্তরঃ- ইয়া- অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়।

অক্ষর পরিচয় ভালোভাবে আমলে আসলে পরবর্তী পাতায় অগ্রসর হন